নন্দীগ্রামে ভোট গণনা নিয়ে মমতার দাখিল করা ইলেকশন পিটিশনের পরবর্তী শুনানি ২৪ জুন

টিডিএন বাংলা ডেস্ক: নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে ইলেকশান পিটিশন ফাইল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১ টায় ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন বিচারপতি কৌশিক চন্দ বলেন, শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয়। এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান, আইনে যা বলা আছে তাঁরা সেই অনুযায়ী চলবেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৪ জুন।