Highlightদেশ

নিশীথ প্রামানিক ; বাংলাদেশী নাগরিক কেন্দ্রীয় মন্ত্রীসভায়: ডেরেক

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, নিউ দিল্লি: নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় মন্ত্রী হওয়া নিয়ে তোলপাড় হল লোকসভা ও রাজ্যসভা। একজন বাংলাদেশী নাগরিক কিভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পায় তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। লোকসভা ও রাজ্যসভায় এই নিয়ে সরব হন তৃণমূল সহ বিরোধী সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মন্ত্রীদের পরিচয় করাতে উঠলেই বিদেশি নাগরিককে কেন মন্ত্রিসভায় জায়গা দেওয়া হল তা নিয়ে সোচ্চার হন তাঁরা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন সাংবাদিক সম্মেলন করে বলেন, ভারতের যে কোন নাগরিক মন্ত্রী হতেই পারেন, কিন্তু কোন বিদেশি নাগরিক তা পারেন না।

বিএ কমিটির বৈঠক না করে কি করে অধিবেশন শুরু হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক। বেআইনি ভাবে সংসদ চলছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের রাজ্যসভার দলনেতার আরও অভিযোগ, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে নোটিশ দেওয়া হলেও তা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা থেকে পালাচ্ছে সরকার। কেন্দ্রীয় সরকার নিজেদের মত চাপিয়ে দিতে চাইছে।

ফোন হ্যাকিং নিয়েও এদিন সরব হন এই তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, ফোনে আড়িপাতা কাণ্ডে আরও অনেকের নাম বেরোবে। এই নিয়ে সংসদে আলোচনা চাইবে তৃণমূল, জানান ডেরেক।

Related Articles

Back to top button
error: