রাজ্য

আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে কোন নতুন প্রকল্প নয়, বিজ্ঞপ্তিতে জানাল রাজ্য

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: করোনা পরিস্থিতিতে সরকারি খরচে রাশ টানতে নতুন কোনও প্রকল্পে হাত দেওয়ার ক্ষেত্রে জারি থাকল বিধি নিষেধ। বৃহস্পতিবার তা জানিয়ে দেওয়া হল মন্ত্রীসভার বৈঠকে। রাজ্যের অর্থ দপ্তর গত ২ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে। করোনা পরিস্থিতিতে খরচে রাশ টানার বিষয়টি ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিধি নিষেধ জারি করা হয় নতুন প্রকল্পে হাত দেওয়ার ক্ষেত্রে। তবে ছাড় দেওয়া হয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ক্ষেত্রে। একইসঙ্গে যেকোনও খরচের ক্ষেত্রে অর্থ দপ্তরের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়েছিল। নিতান্ত প্রয়োজন না হলে সেই অর্থ দেওয়া হবে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার কথা উল্লেখ ছিল বিজ্ঞপ্তিতে। ৩০ জুন পর্যন্ত ব্যয় সংকোচনের সিদ্ধান্ত বহাল রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। পরে সেই সময়সীমা বাড়ানো হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থ দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে আবারও বাড়ল ব্যয় সঙ্কোচনের সময়সীমা। খরচে লাগামের বিষয়টি বহাল থাকবে অগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রীদের নিজ নিজ এলাকায় দুর্গাপূজার সময় শারীরিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। কোন শক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করতে না পারে তা মন্ত্রীদের নজর রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
error: