সিভিক ভলেন্টিয়ারদের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বেতন বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের। আজ পুজো নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেন। বাড়ানো হয় আশা কর্মীদের ভাতাও। আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়িয়ে কার্যত সিভিকদের মন জয় করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশি সিভিক ভলান্টিয়াররা।
এক সিভিক ভলান্টিয়ার জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণায় আমরা যথেষ্ট খুশি। আমরা এতদিন যে বেতন পেতাম তার থেকে এক হাজার বেড়েছে। যদিও আমরা আরো বেশি প্রত্যাশা করেছিলাম। আশা করছি আগামীদিনে ফের সিভিকদের দিকে নজর রাখবেন মানবিক মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, সিভিকদের প্রথমে পাঁচ হাজার টাকা মাসে নিয়োগ করা হয়। পরে তা বাড়িয়ে ৮ হাজার করা হয় এবং এতদিন সিভিক ভলেন্টিয়াররা আট হাজার টাকা করেই বেতন পেতেন তারা। এবার ফের এক হাজার টাকা বেতন বাড়ানো হলো।