খেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স By TDN Bangla - 24 September 2020 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print Pic Courtesy : Twitter টিডিএন বাংলা ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স। বৃহস্পতিবার বিকেল নাগাদ মুম্বাইয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।