HighlightNewsদেশ

মুখ্যমন্ত্রী নীতিশের নামে কেউ ভোট দেবে না তাই লাগাতার জনসভা করে চলেছেন প্রধানমন্ত্রী মোদী: চিরাগ পাসোয়ান

টিডিএন বাংলা ডেস্ক: লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসোয়ান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে জোরদার আক্রমণ করে বলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে কেউ ভোট দেবেন না তাই লাগাতার সাতটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজে বিহারে জনসভা করছেন এবং তিনি যথেষ্ট প্রচেষ্টা করছেন তার কারণ, সবাই জানে বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে একজন বিহারীও ভোট দেবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক দিনে সাতটি জনসভা করতে হচ্ছে তার কারণ নিতিশ কুমার বিহারে খুবই অপ্রিয়। মোদীজি বিহারের মুখ্যমন্ত্রীর অপ্রিয়তার বিকল্প হিসেবে প্রচন্ড খাটনি খাটছেন। তা নাহলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বসেই বিহারের নির্বাচন খুব সহজেই জিতে যেতে পারতেন।”

তিনি আরো বলেন,”এমন অসাধু মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সামনে বিজেপির নেতারা কেন নিজেদের মাথা নিচু করছেন? এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য তাদের নিজেদের দলের কর্মীরা এবং ভোটদাতারা নিরাশ হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে তিনি জিততে পারবেন না।”

পাশাপাশি বিহারে মদ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে পাল্টা নিতিশ কুমারকে আক্রমণ করে চিরাগ পাসোয়ান বলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যদি জানেন যে বিহারে মোদের কালোবাজারি হচ্ছে তাহলে তিনি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নেন না? যখনই তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখনই তিনি আত্মরক্ষামূলক কেন হয়ে ওঠেন?

এছাড়া সাত সিদ্ধান্ত যোজনা ঘটনা প্রসঙ্গ ফের একবার নিতিশ কুমারকে আক্রমণ করেন চিরাগ পাসোয়ান। তিনি দাবি করেন, যে তিনি নিশ্চিত যে এই যোজনার সাহায্যে একটি বড়সড় ঘোটালায় শামিল রয়েছেন নিতিশ কুমার। চিরাগের দাবি, সেই কারণেই এই যোজনার বিষয়ে তদন্ত করতে ভয় পাচ্ছে সরকার।

Related Articles

Back to top button
error: