উত্তরপ্রদেশের পর এবার হরিয়ানা সরকারও লাভ জিহাদের বিরুদ্ধে আইন তৈরি করার কথা ভাবছে, জানালেন হরিয়ানার গৃহমন্ত্রী অনিল বিজ

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার হরিয়ানার গৃহ মন্ত্রী অনিল বিজ জানান, রাজ্য সরকার লাভ জিহাদের বিরুদ্ধে আইন তৈরি করার বিষয় ভাবনা চিন্তা করছে। এ প্রসঙ্গে একটি টুইট করে অনিল ব্রিজ লেখেন,”হরিয়ানা লাভ জিহাদের বিরুদ্ধে আইন তৈরী করার কথা ভাবা হচ্ছে।”

https://twitter.com/anilvijminister/status/1322763171506003968?s=20

এর আগে লাভ জিহাদ আটকানোর জন্য কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, খুব শীঘ্রই লাভ জিহাদ রুখতে আইন আনতে চলেছে সরকার। পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক একটি রায়ের সূত্র ধরে তিনি আরো বলেন,”যারা নিজেদের পরিচয় লুকিয়ে মহিলাদের সম্মানে আঘাত করছেন তাদের রাম নাম সত্য করা হবে।” যোগী আদিত্যনাথ এদিন আরো বলেন, হাইকোর্টের রায় অনুসারে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা প্রয়োজনীয় নয়।