টিডিএন বাংলা ডেস্ক: করোনায় শেষ নয়, সামনে আরো দুর্যোগ। বিশ্ববাসীকে সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেসাস। আজ অতিমারী মোকাবিলায় প্রথম আন্তর্জাতিক দিবস উপলক্ষে
তিনি বলেন, যেভাবে শুধু টাকা খরচ করে অতিমারী দমনের চেষ্টা চলছে অথচ আগামী সঙ্কটের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা বিপজ্জনকরকম অদূরদর্শী কাজ। করোনা অতিমারী থেকে শেখার এটাই সঠিক সময়, দীর্ঘদিন ধরে বিশ্ব শুধু একের পর এক আতঙ্ক ও তারপর অবহেলা দেখে এসেছে।