HighlightNewsরাজ্য

আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে, পুড়ে ছাই দুটি কারখানা

টিডিএন বাংলা ডেস্ক : আবারও এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের শিকার হল রাতের কলকাতা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি কারখানা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ বেহালার চন্ডীতলায়। এই ঘটনায় দুটি প্লাস্টিক সরঞ্জাম তৈরির কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রথমে একটি কারখানায় আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। তারা দ্রুত খবর দেন দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর সাতটি ইঞ্জিন।

দমকল বাহিনী দীর্ঘক্ষন ধরে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারপরেও ওই কারখানা থেকে পার্শ্ববর্তী কারখানায় ছড়িয়ে যায় আগুন। অবশেষে দীর্ঘক্ষন চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ওই আগুন। ওই এলাকাটি অত্যন্ত জনঘন বসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে ছিল স্থানীয়দের মধ্যে। কীভাবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল তা এখনও পরিষ্কার নয়। তবে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে কারখানার পেছনে একটি কনস্ট্রাকশনের কাজ চলছিল। তাঁরা ওই কারখানার পাশেই নিজেদের রাতের রান্নার তোড়জোড় শুরু করেছিল। অনুমান করা হচ্ছে, শ্রমিকরা রান্না করছিলেন। আর সেখান থেকেইে কোন ভাবে এই অগ্নিসংযোগ ঘটে থাকতে পারে। ওই প্লাস্টিক কারখানার ভেতরে নাইট শিফ্টে কাজ করছিলেন ৫ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের জেরে তাদের কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। সুস্থ ভাবে তাদেরকে কারখানা থেকে বের করে আনা হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। ওই কারখানা গুলির মধ্যে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল

Related Articles

Back to top button
error: