HighlightNewsরাজ্য

এক ছোবলেই ছবি! দোষী সাব্যস্ত স্বামী

টিডিএন বাংলা ডেস্ক : প্রথমবার সাফল্য আসেনি। তিন মাসের ব্যবধানে আবার চেষ্টা। প্রথম বার ছিল বোড়া সাপ। এবার একেবারে গোখরো! গত বছর মে মাসে বিষাক্ত এই সাপের ছোবলে স্ত্রীকে খুনের মামলায় কেরলের এক যুবককে দোষী সাব্যস্ত করল কোল্লাম জেলা দায়রা আদালত। মামলার রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ হলো, শুধুমাত্র সম্পত্তির লোভে প্রতিবন্ধী স্ত্রীকে এভাবে সরিয়ে ফেলার ঘটনা বিরলের মধ্যে বিরলতম।

তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, সাপুড়ে বন্ধু সুরেশকে দিয়ে ১০ হাজার টাকার বিনিময় দুবার বিষধর সাপের বন্দোবস্ত করেছিল সুরজ। স্ত্রী উতারা-র ওপর বিয়ের পর থেকেই অত্যাচার করত স্বামী সুরজ। মাঝেমধ্যেই মারধর করতো। টাকা-পয়সা গয়নাগাটি কেড়ে নেওয়া হতো। বিষয়টি পুলিশের কাছে জানায় উতারার মা বাবা। তাদের অভিযোগের ওপর ভিত্তি করে গতবছর সুরজ ও তার বন্ধু সুরেশকে গ্রেফতার করে পুলিশ। জেরাতে পুলিশ জানতে পারে, গত বছর ফেব্রুয়ারিতে বোড়া জাতীয় বিষধর সাপ এনে স্ত্রীকে ছোবল খাইয়েছিল সুরজ।

কথায় বলে, রাখে হরি মারে কে? চিকিৎসার পর সেরে ওঠেন উতারা। এরপর বন্ধুকে দিয়ে গোখরো সাপ আনিয়েছিল সুরজ। সাপটিকে ছেড়ে দেওয়া হয় স্ত্রী-এর ঘরে। যেভাবে কেরল পুলিশ এই খুনের তদন্তে কিনারা করেছে তাকে প্রশংসা করেছে আদালত। কথায় বলে, মারে হরি রাখে কে? এত চালাকি করেও পার পায়নি সুরজ। কোল্লাম জেলার অতিরিক্ত দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে।

Related Articles

Back to top button
error: