ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক

ছবি সৌজন্যে শোয়েব মালিকের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার রাতে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফটে অংশ নিতে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন পাক ক্রিকেটার শোয়েব মালিক। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় তার স্পোর্টস কারের সামনের অংশ। যদিও এই দুর্ঘটনায় শোয়েব মালিকের কোন আঘাত লাগেনি। নিজের সম্পূর্ণ সুস্থ থাকার খবর টুইট করে নিজেই জানিয়েছেন শোয়েব মালিক। রবিবার রাতেই একটি টুইট করে শোয়েব মালিক লেখেন,”ঈশ্বরের আশীর্বাদে আমি সুস্থ আছি। হঠাৎ করেই এমন দুর্ঘটনা ঘটে। যাঁরা আমার উদ্দেশ্যে ভালোবাসা এবং সুস্থতা কামনা করেছেন তাঁদের ধন্যবাদ।”

এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের মন্তব্য অনুযায়ী রবিবার রাতে তা ক্রিকেটার শোয়েব মালিকের স্পোর্টস কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে।