HighlightNewsদেশ

কেন্দ্র সরকারকে কৃষি আইন এখনই কার্যকর করা থেকে বিরত থাকার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট; গঠন করা হবে বিশেষ কমিটি

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকার কে কৃষি আইন এখনই কার্যকর করা থেকে বিরত থাকার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এ দিনের শুনানি চলাকালীন কেন্দ্রকে কৃষি আইন কার্যকর করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের পক্ষ থেকে কেন্দ্র কে জানানো হয়েছে, কৃষি আইন লাগু করা নিয়ে কেন্দ্র ও কৃষকদের মধ্যে যে বিবাদ চলছে তার সৌহার্দ্যপূর্ণ সমাধান চায় সুপ্রিম কোর্ট।

কৃষি বিল নিয়ে শীর্ষ আদালত একটু কঠোরভাবেই কেন্দ্রকে জানিয়েছে, যদি সামান্যতম সংবেদনশীলতা থাকে তবে এখনই কৃষি আইন লাগু করা থেকে বিরত থাকুন সরকার। কৃষকদের সঙ্গে বোঝাপড়া জন্য সরকারকেই সময় নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত। তবে কৃষি আইন প্রত্যাহার করে নিতে বলেনি সুপ্রিম কোর্ট।

পাশাপাশি আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে শীর্ষ আদালত জানিয়েছে,আন্দোলনের অধিকার তাদের আছে তবে আন্দোলনের জন্য তারা যে স্থানটি বেছে নিয়েছেন তার জন্য তিনটি রাজ্যের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তাই আন্দোলনের জন্য তারা যেন অন্য কোন জায়গা খুঁজে নেন।

কৃষক সংগঠনের সদস্যদের আদালত আরো জানিয়েছে, শীর্ষ আদালতের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হবে যেখানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সদস্যরা থাকবেন। শুধু তাই নয় এই কমিটি যতদিন না গঠিত হচ্ছে এবং এই কমিটিতে যতদিন না এ বিষয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে কোন সমাধান বের হচ্ছে ততদিন পর্যন্ত কেন্দ্রকে কৃষি আইন লাগু করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

Related Articles

Back to top button
error: