নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। জখম হয়েছেন আরো একজন। সোমবার সকাল নাগাদ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো মুর্শিদাবাদের সুতি থানার আহিরন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তারা আহিরন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ডাক্তার দেখিয়ে নিজ বাড়ি বহুতালির দিকে যাচ্ছিলেন।
সেসময় হঠাতই পেছন থেকে প্রচন্ড গতিতে আসা একটি স্কারপিও’ ধাক্কা মারে লছিমনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। স্থানীয়রা তড়িঘড়ি জখমদের জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরো দুজনের। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজন। ঘটনার পর ৩৪ নম্বর জাতীয় সড়কে সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়। যদিও পরে তা স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে