আন্তর্জাতিক

পাকিস্তান সন্ত্রাসবাদ দমন করতে অনেক প্রচেষ্টা এবং স্বার্থত্যাগ করেছে;দাবি করলেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র

টিডিএন বাংলা ডেস্ক: ফের চাঞ্চল্যকর দাবি চিনের। একের পর এক লাগাতার চাঞ্চল্যকর দাবি করছে চিনা বিদেশমন্ত্রক। এর আগে, অরুণাচল প্রদেশকে চীনের দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছিলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। এবার তাঁর দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বহুল প্রচেষ্টা করেছে। শুধু তাই নয়, তাঁর দাবি, সন্ত্রাসবাদ দমন করতে অনেক আত্মবলিদান দিয়েছে পাকিস্তান। আর এই কথা আন্তর্জাতিক কমিউনিটির জানা উচিত এবং সম্মান করা উচিত।

টাইমস অফ ইন্ডিয়া এবং এএনআইএর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি, চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান সন্ত্রাসবাদ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন,”সন্ত্রাসবাদ একটি সাধারণ বিষয় যার মুখোমুখি হতে হয় প্রতিটি দেশকেই। পাকিস্তান সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করতে অনেক প্রচেষ্টা করেছে এবং আত্মবলিদান দিয়েছে। আন্তর্জাতিক কমিউনিটির এই বিষয়টি জানা উচিত এবং সম্মান করা উচিত।”

এর পাশাপাশি ঝাও লিজিয়ান আরো বলেছেন, “চিন সমস্ত রকমের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।”এরপর টিকটক ব্যান প্রসঙ্গে ঝাও লিজিয়ান বলেন,”চীন, আমেরিকার জাতীয় নিরাপত্তা ধারণা এবং জাতীয় শক্তির অপব্যবহার করে অন্যান্য দেশের নির্দিষ্ট কয়েকটি কোম্পানিকে নিপীড়ন করার প্রচেষ্টার বিরোধিতা করে।”

Related Articles

Back to top button
error: