HighlightNewsদেশ

সাহারা প্রধান সুব্রত রায়কে ১৬মে-এর আগে আদালতে হাজির করার নির্দেশ দিলো পাটনা হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার পাটনা উচ্চ আদালত বিহারের ডিজিপিকে নির্দেশ দিয়েছে সাহারা প্রধান সুব্রত রায়কে ১৬ মে সকাল সাড়ে দশটায় আদালতে শারীরিকভাবে হাজির করাতে হবে। একই সঙ্গে উত্তর প্রদেশের পুলিশ প্রধান এবং দিল্লি পুলিশ কমিশনারকে এ বিষয়ে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি সন্দীপ কুমারের বেঞ্চ, নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ এনবিএফসি দ্বারা প্রতারণার মামলায় দায়ের করা বেশ কয়েকটি আগাম জামিনের আবেদনের শুনানি করার সময়, সুব্রত রায়কে শারীরিক উপস্থিতির জন্য আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না থাকার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করেন।


প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার সুব্রত রায়ের আদালতে হাজির হওয়ার কথা ছিল এবং সেদিন আদালতে তাঁর জানানোর কথা ছিল তিনি কীভাবে বিহারের বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ফেরত দেবেন। পাটনা হাইকোর্টে আইনজীবী সহ বিনিয়োগকারীদের দু’হাজারেরও বেশি মামলা দায়ের করা হয়েছে, ছোট বিনিয়োগকারীদের আমানত থেকে সঞ্চিত মূল টাকা ফেরত পাওয়ার জন্য।
এদিন আদালত জানিয়েছে,”মনে হচ্ছে সাহারার সুব্রত রায়ের এই আদালতের আদেশের প্রতি কোনো শ্রদ্ধা নেই এবং তিনি মনে করেন যে তিনি এই আদালতের ঊর্ধ্বে। রায়কে বিভিন্ন সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি এই আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন।” আদালত আরো জানিয়েছে, আগামী ১৬মে সকাল সাড়ে দশটায় সাহারা প্রধান সুব্রত রায়কে এই আদালতে হাজির করার নির্দেশ দেওয়া ছাড়া আদালতের কাছে আর কোনো বিকল্প নেই।
আদালতের নির্দেশে আরও বলা হয়েছে,”বিহারের ডিজিপিকে ১৬মে এই আদালতে সাহারা প্রধান সুব্রত রায়কে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির পুলিশ কমিশনার এবং ইউপির ডিজিপি এবিষয়ে বিহারের ডিজিপিকে সহযোগিতা করবেন।”
এদিন আদালত আরো জানিয়েছে,”আবেদনকারীকে হাজির হতে বাধ্য করা কখনোই তার উদ্দেশ্য ছিল না। আদালতের উদ্দেশ্য ছিল বিশেষ করে বিহার রাজ্যের সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়া।”

Related Articles

Back to top button
error: