বাংলার মতো উত্তরপ্রদেশের মানুষেরও বিজেপিকে যোগ্য জবাব দেওয়া উচিত : মহঃ কামরুজ্জামান

ইব্রাহিম মন্ডল, টিডিএন বাংলা, পাঁশকুড়া: রাজ্যের বঞ্চিত মানুষের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রবিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন পূর্ব মেদিনীপুরে এক সংখ্যালঘু কনভেনশনের আয়োজন করে। এই কনভেনশন থেকে ওবিসি সংরক্ষণের নিয়মনীতি নিয়ে গর্জে উঠলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান।

এদিন মহঃ কামরুজ্জামান তাঁর বক্তব্যে, দেশ ও রাজ্যের সংখ্যালঘুদের বঞ্চনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নবান্ন বিকাশভবনের নির্দেশিকা থাকার পরও বিভিন্ন চাকরি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তিতে ওবিসিদের বারংবার বঞ্চনা করা হচ্ছে। এ প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে অবিলম্বে যারা এই সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সংরক্ষণে অনীহা দেখাচ্ছে তাদের খুঁজে বার করা হোক। নয়তো গণতান্ত্রিক পদ্ধতিতে সেই শত্রুদের আমরা চিহ্নিত করে সাধারণ মানুষের কাছে তুলে ধরবো।

মহঃ কামরুজ্জামান এদিন বিজেপিকে সমালোচনা করতে গিয়ে বললেন, বিজেপি দেশ জুড়ে সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতি করছে। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে ওই রাজ্যের মানুষের উচিৎ, ধর্মীয় মেরুকরণের রাজনীতিকারী বিজেপিকে বাংলার মানুষের মতো যোগ্য জবাব দেওয়া।এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মনোভাবকেও তুলে ধরে কঠোর সমালোচনা করেন তিনি।

অন্যদিকে, এদিনের কনভেনশনে সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী তিনি সংখ্যালঘু যুব ফেডারেশনের ধারাবাহিক কাজকে আরও মজবুতিকরনের লক্ষ্যে কর্মীদেরকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

এদিন দেশের সংখ্যালঘু মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করেন বিভিন্ন বক্তারা। এই পরিপ্রেক্ষিতে প্রত্যেককেই সংবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানান তাঁরা। সেইসঙ্গে উত্তরপ্রদেশ সহ সর্বত্র বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার আহ্বান জানান বিশিষ্টরা।

সবমিলিয়ে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনের সহ সম্পাদক শিক্ষক আলি আকবর, সংগঠনের সহ সম্পাদক হাফেজ নাজমুল আরেফিন সহ সংগঠনের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। সেই সাথে প্রায় দুইশতাধিক সংগঠনের কর্মীবৃন্দ।