HighlightNewsদেশ

পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া, ভ্যাট কমিয়ে মূল্য নিয়ন্ত্রণের দায় রাজ্যের ঘারেই চাপালেন তেলমন্ত্রী হরদীপ সিংহ

টিডিএন বাংলা ডেস্ক : খাদ্যপণ্য ও পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি আজ আকাশছোঁয়া। যার ফলে দেশ জুড়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। সারা দেশেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল-বিক্ষোভ চলছে। এমতাবস্থায় পেট্রল-ডিজ়েলের মূল্য নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্য সরকারগুলির উপরেই চাপিয়ে দিলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী।

বৃহস্পতিবার ছত্তীসগঢ়ে এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে প্রশ্নের মুখে পরে তিনি বলেন, কেন্দ্র উত্‍পাদন শুল্ক কমিয়েছে। এবার রাজ্যগুলি পেট্রপণ্যের উপর ভ্যাট কমিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুক। তার কথায়, ”আমরা চেষ্টা করি দাম নিয়ন্ত্রণে রাখতে। তাই কেন্দ্র পেট্রল-ডিজ়েলে উত্‍পাদন শুল্ক কমিয়েছিল গত বছর ও রাজ্যগুলিকে একই পথে হাঁটতে বলেছিল।” কংগ্রেস শাসিত ছত্তিসগঢ়ে দুই জ্বালানিতে ২৪% ভ্যাটের প্রসঙ্গ টেনে তাঁর দাবি, এটা ১০ শতাংশে নামানো হলে দাম পড়বে। তাঁর মন্তব্য, ”তেলের চাহিদা যখন বাড়ছে তখন ১০% ভ্যাট অনেক বেশি। সব বিজেপি শাসিত রাজ্য ভ্যাট কমিয়েছে।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পেট্রপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে চাপে পড়ছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই এর দায় রাজ্য সরকারের উপরে চাপিয়ে দিয়ে জনগণের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা।

একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে যখন বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসে তখনও পর্যন্ত পেট্রলের শুল্ক ছিল ৯.৪৮ টাকা এবং ডিজেলের শুল্ক ছিল ৩.৫৭ টাকা। আর বর্তমানে বিজেপি সরকারের ৭ বছরের শাসন আমলে পেট্রলের উপর শুল্ক আদায় করা হচ্ছে ২৭.৯০ টাকা এবং ডিজেলের উপর ২১.৮০ টাকা। অথচ তারা বিরোধী শিবিরে থাকা কালীন পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল।

Related Articles

Back to top button
error: