HighlightNewsদেশ

মধ্যপ্রদেশের রেওয়ায় মন্দিরের গম্বুজের সঙ্গে বিমানের সংঘর্ষ, নিহত পাইলট

টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের রেওয়াতে একটি মন্দিরের গম্বুজের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ে একটি বিমান। এই দুর্ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন। অপর প্রশিক্ষণার্থী গুরুতর আহত হয়েছেন। কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাটি চোরহাটা থানার উমরি গ্রামের। প্লাটুন কোম্পানির বিমান উমরি বিমানবন্দরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিত। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে পাইলট ক্যাপ্টেন বিমল কুমার প্রশিক্ষণার্থী সোনু যাদবকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। বিমানটি উড্ডয়নের সাথে সাথে উমরি গ্রামের কাছে নির্মিত মন্দিরের গম্বুজের সাথে ধাক্কা খায়। যার জেরে প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং বিমানের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে।

Related Articles

Back to top button
error: