নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: পুলিশ লকাপে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বীরভূমের মাল্লারপুর থানায়। ঘটনার প্রতিবাদে মৃত নাবালকের পরিবার ও এলাকাবাসীরা ১৪ নাম্বার রানীগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়ক অবরোধ করেছেন। পুলিশ জানিয়েছে নিয়মমতো মৃতদেহের ময়না তদন্ত হবে এবং ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত নাবালক হলেন শুভম মেহেনা। বয়স ১৪ বছর। বাড়ি মল্লারপুর এর বাউরী পাড়া। মৃত নাবালকের পরিবারের অভিযোগ মল্লারপুর থানার পুলিশ লকাপে পুলিশি মারে মৃত্যু হয়েছে। দূর্গা পূজার সপ্তমীর দিন একটি মোবাইল চুরির অভিযোগে শুভমকে আটক করে পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল টি উদ্ধার হয়। এর পর ফের বাহিনা মোড় এলাকায় একটি বাড়িতে চুরি হয়। সেই চুরির ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ তাঁদের মধ্যে ছিল ওই নাবালক। নাবালকের পরিবারের দাবি পুলিশের মারে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই বিষয়টি পুলিশ পরিবারকে জানায়। এরপর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। মৃত নাবালকের জেঠিমা পার্বতী মেহনা বলেন,” দিন চারেক আগে পুলিশ তুলে নিয়ে যায় তাকে। তারপর আমরা গত বৃহস্পতিবার থানায় দেখতে গেলে জানায় আমাকে এখান থেকে বের করো আমি মরে যাব। তারপর আমরা এ এদিন ওর মারা যাওয়ার খবর জানতে পারলাম। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়েছি এবং দোষীদের উপযুক্ত বিচার চাই”। বীরভূম জেলা পুলিশ শ্যাম সিং বলেন,” নিয়মমতো মৃতদেহের ময়না তদন্ত এবং ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে”।