আন্তর্জাতিক
গরিব দেশগুলির শিশুদের পড়াশোনা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত, স্কুল খোলার আহবান রাষ্ট্রসঙ্ঘ ও বিশ্ব ব্যাংকের
টিডিএন বাংলা ডেস্ক: গরিব দেশগুলির শিশুদের পড়াশোনা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। আর তাই ক্রমবর্ধমান করোনা ভাইরাস পরিস্থিতির মাঝেই স্কুল খোলার আহ্বান জানাল রাষ্ট্রসংঘ ও বিশ্ব ব্যাংক। সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ করে বলা হয়েছে, করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধির কারণে এই বছরের প্রথমদিক থেকেই বিশ্বের প্রায় সব দেশে লকডাউন জারি হয়। পরে লকডাউনের নিয়ম শিথিল করা হলেও স্কুলগুলি বন্ধ রয়েছে। এর ফলে শিশুরা স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। উন্নত ও ধনী দেশগুলি অনলাইনের সাহায্যে শিক্ষাদানের ব্যবস্থা করলেও গরিব দেশের শিশুরা সমস্যায় পড়েছে। দীর্ঘদিন ধরে গরিব দেশগুলিতে দীর্ঘদিন ধরে শিশুরা স্কুলে যেতে পারছে না। সুদূর ভবিষ্যতে এর প্রভাব খুব ভয়ঙ্কর হতে চলেছে। তাই ওই দেশগুলির অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।