রাজ্য
জামিন মেলার পরও স্থগিতাদেশ! প্রেসিডেন্সি জেলে ফিরহাদরা, বুধবার শুনানি
টিডিএন বাংলা ডেস্ক: নারদা মামলায় সোমবার সকালে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। যদিও সন্ধ্যায় জামিন হয়ে যায় ওই চার নেতার। নারদ মামলায় সুব্রত, ফিরহাদ, মদন, শোভনের জামিনের আর্জি মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত। কিন্তু রাতে জরুরীকালীন শুনানিতে জামিন মেলার পরও সেই রায়ে স্থগিতাদেশ দিলো হাইকোর্ট। ফলে চার নেতাকেই বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে প্রেসিডেন্সি জেলে।