HighlightNewsদেশ

সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রাক-ম্যাট্রিক স্কলারশিপ ‘নির্দিষ্ট কারণে’ বন্ধ করা হয়েছিল: রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি রাজ্যসভায় জানিয়েছেন, কেন্দ্র সরকার তামিলনাড়ু সরকারকে জানিয়ে দিয়েছে, সংখ্যালঘু ছাত্রদের জন্য প্রাক-ম্যাট্রিক বৃত্তি প্রকল্প থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কভারেজ অপসারণ করা হয়েছে, “একটি নির্দিষ্ট কারণের ভিত্তিতে।”

উল্লেখ্য, গত বছর তামিলনাড়ু সরকারের শিক্ষার্থীদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ স্কিম পুনরুদ্ধারের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ডিএমপি সাংসদ পি. উইলসন। কেন্দ্র কর্তৃক বৃত্তি প্রত্যাহার করায় তামিলনাড়ুর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করা প্রায় পাঁচ লক্ষ দরিদ্র ছাত্র-ছাত্রী প্রভাবিত হবে।

মিঃ উইলসনকে এই বিষয়ে উত্তর দিতে গিয়ে স্মৃতি ইরানি বলেন, প্রথমত, প্রাথমিক স্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের অংশগ্রহণ জাতীয় গড়ের সমান ছিল এবং দ্বিতীয়ত, এই স্তরের ছাত্ররা ইতিমধ্যেই শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা (আরটিই) আইন, ২০০৯-এর অধিকারের আওতায় রয়েছে।আইনটি যথাযথ সরকারের জন্য প্রত্যেক শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা (শ্রেণি ১থেকে ৮) প্রদানের জন্য বাধ্যতামূলক করেছে এবং কোনো শিশুকে কোনো ধরনের ফি বা চার্জ বা খরচ দিতে বাধ্য করা হবে না যা তাকে তার প্রাথমিক শিক্ষা অনুসরণ এবং সম্পূর্ণ করা থেকে বাধা দিতে পারে।’
স্মৃতি ইরানি আরো বলেন,’অধিকন্তু, সংখ্যালঘুদের জন্য প্রাক-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পের আওতায় অন্যান্য লক্ষ্য গোষ্ঠী যেমন তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসিদের জন্য অনুরূপ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজন ছিল।’
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এই কারণে, প্রাক-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পের অধীনে ১ থেকে ৮ শ্রেণী পর্যন্ত বৃত্তি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের, বিশেষ করে মেয়েদের, উচ্চ শ্রেণীতে শিক্ষার উপর আরও বেশি মনোযোগ দেওয়া হয়েছে যার ফলে আরও ভাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তাদের জন্য’।

Related Articles

Back to top button
error: