HighlightNewsদেশ

উত্তর-পূর্ব থেকে বিতর্কিত আফস্পা আইন প্রত্যাহারের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: উত্তর-পূর্ব থেকে বিতর্কিত আফস্পা আইন প্রত্যাহারের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসমের কার্বি আংলংয় জেলার ডিফুতে তিনটি কলেজের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান,”সমগ্র উত্তর-পূর্ব ভারত থেকেই পর্যায়ক্রমে আফস্পা প্রত্যাহারের চেষ্টা করছে কেন্দ্র।” ডিফুতে আয়োজিত ওই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ৮ বছরে উত্তর-পূর্বে নাশকতা ও হিংসার ঘটনা ৭৫ শতাংশ কমে গিয়েছে। সেই কারণেই সমগ্র উত্তর-পূর্ব ভারত থেকে পর্যায়ক্রমে আফস্পা প্রত্যাহারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ডিফু থেকে ডিব্রুগড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিব্রুগড়ে রতন টাটাকে সঙ্গে নিয়ে অসম সরকার ও টাটা ট্রাস্টের যৌথ উদ্যোগে সাতটি ক্যানসার হাসপাতালের উদ্বোধন ও আরো সাতটি ক্যানসার হাসপাতালের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসমের মোট সতেরোটি ক্যান্সার হাসপাতাল তৈরি করতে টাটা গোষ্ঠী ৮৩০ কোটি টাকা দিচ্ছে বলে জানা গিয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,”ক্যান্সার উত্তর-পূর্বে বড় সমস্যা। এতগুলি উন্নত ক্যানসার হাসপাতাল তৈরি হওয়ায় সেই সমস্যা মোকাবিলা করা যাবে।”

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরের গোড়ায় জঙ্গী সন্দেহে সেনাবাহিনীর কমান্ডোদের গুলিতে ১৩ জন সাধারণ মানুষের মৃত্যুর পর নাগাল্যান্ডে আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়ে লাগাতার বিক্ষোভ করে স্থানীয় কিছু মানবাধিকার সংগঠন। শুধু তাই নয়, তাদের সমর্থনে পথে নামেন সাধারণ নাগরিকরাও। এমনকি নাগাল্যান্ড এবং মণিপুর সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে এই বিতর্কিত আইন প্রত্যাহার করার জন্য আর্জিও জানানো হয়। নাগাল্যান্ড বিধানসভায় আফস্পা প্রত্যাহারের দাবিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবও পাস হয়েছে।

প্রসঙ্গত, ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় সশস্ত্রবাহিনীর এই বিশেষ ক্ষমতা আইনটি ব্রিটিশরা জারি করে। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই আইনকে বহাল রাখার সিদ্ধান্ত নেন। প্রথমে একটি অধ্যাদেশ আনা হয় এবং পরে ১৯৫৮ সালে এটিকে আইন হিসেবে জারি করা হয়। উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্য ছাড়াও জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে আফস্পা আরোপ করা হয়েছিল। পাঞ্জাব প্রথম রাজ্য যেখানে এই আইন বাতিল করা হয়। এরপর ত্রিপুরা এবং মেঘালয় থেকেও এই আইন বাতিল হয়। বর্তমানে এই আইন শুধুমাত্র নাগাল্যান্ড, মণিপুর এবং অসমের পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে বলবৎ রয়েছে।

Related Articles

Back to top button
error: