HighlightNewsধর্ম ও দর্শনরাজ্য

মালদহে থানার উদ্যোগে অনুষ্টিত হল ইফতার মাহফিল

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : মুসলিমদের পবিত্র রমজান মাস চলছে। এই মাসে মুসলিমরা সংযম পালোনের অংশ হিসাবে রোজা বা উপোষ পালোন করেন। সেই উপলক্ষে তাদের মধ্যে ইফতার মাহফিলের প্রচলন আছে। এবার জনসংযোগের অংশ হিসাবে বৃহস্পতিবার মালদহের মোথাবাড়ি থানার উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিন মোথাবাড়ি মাঠের কর্মতীর্থ প্রাঙ্গণেই ইফতারের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে এসে বক্তারা এলাকায় সম্প্রীতি রক্ষার দাবি জানান। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলেও জানানো হয়। সরাসরি থানার অর্থাৎ প্রশাসনের উদ্যোগে এই ধরণের ইফতার মাহফিলের আয়োজন করায় প্রশাসনের প্রশংসা করেন সেখানে ইফতার করতে আসা আমন্ত্রিতরা।

এদিনের ওই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন মোথাবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেজ ও জলপথ দপ্তর এর প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া, রতুয়া সার্কেলের পুলিস আধিকারিকের সি.আই সাহেব এবং মোথাবাড়ি থানার সমস্ত পুলিশ আধিকারিক ও অন্যান্য কর্মীরা এছাড়াও ওই এলাকার প্রতি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। বাহারি বিভিন্ন ফল ও নানান রকমের খাওয়ার আয়োজন করা হয় এদিনের ওই ইফতার মাহফিলে।

Related Articles

Back to top button
error: