Highlightদেশ

৭০ বছর ধরে তৈরি করা দেশের সম্পদ বিক্রি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক : রেলস্টেশন, বিমানবন্দর বিলগ্নীকরণের পর এবার জাতীয় সড়কও বিক্রি করতে চলেছে মোদি সরকার। এই খবর চাউর হতেই কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে বিঁধে রাহুলের অভিযোগ, ‘গত ৭০ বছর ধরে দেশের যে সম্পদ তৈরি হয়েছে, সেগুলি এক এক করে বন্ধুদের কাছে বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন কর্মসূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সোনিয়া তনয়। ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ নামক কেন্দ্রের এই উদ্যোগ আসলে এই দেশের ‘যুব সমাজের ভবিষ্যতের উপর হামলা’ বলেও কটাক্ষ করেন তিনি। কংগ্রেসের প্রাক্তন সভাপতি আরও বলেন, ‘স্কিমের মাধ্যমে দেশের সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছে মোদি সরকার। ১.৬ লক্ষ কোটি টাকায় রাস্তা বিক্রি করছে। দেশের মেরুদন্ড রেলকে তিন লক্ষ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, পেট্রোলিয়ামের পাইপলাইন, বিএসএনএল ও এমটিএনএল বিক্রি করেছে।’ রাহুলের অভিযোগ, প্রতিটি সরকারি সম্পত্তি নরেন্দ্র মোদি তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের বিক্রি করে দিচ্ছেন। এর অর্থ, তিনি আসলে নিজেরই ভবিষ্যৎ উজ্জ্বল করছেন। সেই সঙ্গে রাহুল জানিয়েছেন, কংগ্রেস বিলগ্নিকরণের বিপক্ষে নয়। কিন্তু যে ভাবে রেল, বিদ্যুৎ, বিমান ও জাহাজবন্দর বেলগ্নিকরণ করে চলেছে সরকার, কংগ্রেস তার বিরুদ্ধে।

রাহুল গান্ধি বলেন, ‘এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে রেলকে বিক্রি করে দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি এভাবেই সব কিছু বিক্রি করে দিচ্ছেন।’ এরপরে সরাসরি নরেন্দ্র মোদিকে উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভাষণ দেন, গত ৭০ বছরে দেশে কিছুই হয়নি। সেই কথাটা সত্যি, গতকালই তার প্রমাণ মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সিদ্ধান্তে। গত ৭০ বছরে বরং দেশে যতটা সম্পদ তৈরি হয়েছিল, তা বিক্রি করে দিচ্ছেন নরেন্দ্র মোদি।’ রাহুল এদিন কেন্দ্রকে বিঁধেছেন কোভিড মহামারী ইস্যুতেও। তাঁর অভিযোগ, করোনাকে মোকাবিলা করতে সাহায্য করেনি কেন্দ্র। কৃষকদের জন্য তিনটি কালো আইন করেছে। এভাবে বেশিদিন দেশ শাসন করতে পারবে না বিজেপি।

Related Articles

Back to top button
error: