HighlightNewsদেশ

প্রধানমন্ত্রী আমাকে শূর্পনখা বলেছিলেন, মানহানির মামলা করব, মন্তব্য রাহুল গান্ধীর সাজা নিয়ে ক্ষুব্ধ রেণুকা চৌধুরীর

টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করার কথা বলেছেন। রেণুকা একটি টুইটে লিখেছেন, ‘এই শ্রেণীহীন অহংকারী আমাকে রাজ্যসভায় শূর্পণখা বলে ডাকেন। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব। এবার দেখব আদালত কত দ্রুত ব্যবস্থা নেয়।’ সুরাটের আদালত মোদী উপাধি সম্পর্কিত ২০১৯ সালের মানহানির মামলায় রাহুল গান্ধীকে ২ বছরের সাজা এবং জরিমানা করার পর রেণুকা তাঁর টুইটে ভিডিও ক্লিপ শেয়ার করে এই মন্তব্য করেন।

যদিও, ভারতীয় সংবিধানের ১০৫ অনুচ্ছেদের অধীনে, সংসদ সদস্যদের হাউসে বক্তৃতা করার সময় কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সংসদে কোনো বক্তৃতা, বক্তব্য বা কাজের জন্য সংসদ সদস্য আইনগত ব্যবস্থা থেকে অব্যাহতিপ্রাপ্ত। উদাহরণস্বরূপ, হাউসে দেওয়া বিবৃতির জন্য মানহানির মামলা করা যাবে না। অর্থাৎ রেণুকা চৌধুরী চাইলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানহানির মামলা করতে পারবেন না।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি, রাষ্ট্রপতির ভাষণ প্রস্তাবে প্রধানমন্ত্রী মোদী তাঁর পক্ষ উপস্থাপন করছিলেন। মোদি যখন রাজ্যসভায় আধার প্রকল্প নিয়ে কথা বলেন, তখন জোরে হাসতে শুরু করেন রেণুকা চৌধুরী। এসময় তৎকালীন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তাঁকে বাধা দেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘চেয়ারম্যান, আমি আপনাকে অনুরোধ করছি রেণুকাজিকে কিছু না বলুন। রামায়ণ সিরিয়ালের পর এমন হাসি শোনার সৌভাগ্য হয়েছে।’

কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর সাথে শূর্পনখার ভিডিও শেয়ার করলে বিতর্ক আরও বেড়ে যায়, যার পর কংগ্রেস তীব্র আপত্তি জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি করে।

রেণুকার প্রশ্ন, যখন আমাকে শূর্পনখার সঙ্গে তুলনা করা হয়েছিল, তখন মিডিয়া কোথায় ছিল? যদিও অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রেণুকার দাবিকে মিথ্যা বলে অভিহিত করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি তাঁকে কখনও শূর্পনখা বলেননি।

Related Articles

Back to top button
error: