HighlightNewsরাজ্য

শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ, আত্মহত্যার চেষ্টা পাঁচ জনের, দুজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ সল্টলেক বিকাশ ভবনের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যা চেষ্টার জন‍্য শিশু শিক্ষা কেন্দ্রের পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা করা হয়েছে। জানা গিয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা বেশকিছু দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তাদের দাবি-দাওয়া আদায় না হওয়ায় প্রশাসনের উপর চাপ বৃদ্ধির উপায় হিসেবে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সামনে তারা তরল কীটনাশক খেতে শুরু করেন। তাদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিধান নগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে ওই পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা এবং সরকারি নির্দেশনা অমান্যসহ একাধিক মামলা দায়ের করা হয়। উক্ত শিক্ষিকাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়, তারা শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য। তারা মূলত বেতন বৃদ্ধি সহ বেশকিছু দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এদিকে এই ঘটনা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফেসবুক পোস্টে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তাদের জন্য যে একাধিক সুযোগ-সুবিধা করে দিয়েছেন তা উল্লেখ করেছেন ব্রাত্য বসু। অবশ্য বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনার জন্য সরকারকেই দায়ী করেছেন। তাদের মতে রাজ্য সরকারের অবহেলাই তাদেরকেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তাছাড়া গতকালই শাসক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপরই তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Back to top button
error: