HighlightNewsআন্তর্জাতিক

করোনা মোকাবিলায় আনা আইনের বিরুদ্ধে ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভ জনতার

টিডিএন বাংলা ডেস্কঃ ইউরোপের দুই বিখ্যাত দেশ ফ্রান্স ও ইতালিতে কোভিড মোকাবিলার জন্য দুইটি নতুন আইন পাস করা হয়েছে। এই আইনের বিরুদ্ধে বিভিন্ন শহরে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। করোনাভাইরাস মোকাবেলার জন্য ফ্রান্স এবং ইতালিতে যে নতুন আইন পাস করা হয়েছে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশ দুটির জনগণ। সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য পাস এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের আইন পাসের বিরুদ্ধে ফ্রান্সের রাজপথে লক্ষাধিক মানুষ বিক্ষোভে সামিল হয়। এই বিক্ষোভ সমাবেশে ইয়েলো ভেস্ট বা হলুদ পোশাকধারী বিক্ষোভকারীরা অংশ নিলেও তা ছিল শান্তিপূর্ণ। অবশ্য ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিয়নে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়েছেবলে জানা গিয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে বলা হয়েছে, গতকাল সারা দেশের বিভিন্ন শহরে দুই লাখ ৩৭ হাজার মানুষ করোনা আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যামব্রাই শহরে করোনা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য প্রায় সমস্ত রেস্টুরেন্ট এবং ক্যাফে বন্ধ রাখা হয়। ইতালির সরকারি কর্মকর্তারা বারবার বলছেন, করোনাভাইরাসের মহামারি ঠেকাতে হলে এই আইন বাস্তবায়ন করা দরকার। ফ্রান্সে বর্তমানে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। দেশটিতে এ পর্যন্ত শতকরা ৫৫ ভাগের বেশি মানুষ পরিপূর্ণভাবে টিকার আওতায় এসেছেন।
ফ্রান্সের নতুন আইনের আওতায় ঘরোয়া অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য স্বাস্থ্য পাস  লাগবে যাতে প্রমাণ হবে যে, তারা টিকা নিয়েছেন। আগামী শুক্রবার থেকে ইতালিতে এই আইন কার্যকর হবে এবং স্বাস্থ্য পাস ছাড়া দেশের নাগরিকরা জাদুঘর, স্টেডিয়াম, মুভি থিয়েটার কিংবা রেস্টুরেন্টে ঢুকতে পারবেন না

Related Articles

Back to top button
error: