দেশ

৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন ও হিরোশিমা নাগাসাকি দিবস উদযাপন : আয়োজনে ‘অনুসন্ধান কলকাতা’

টিডিএন বাংলা ডেস্কঃ অনুসন্ধান কলকাতার আয়োজনে আগামীকাল ৯ আগস্ট সন্ধে সাতটায় ভারত ছাড়ো আন্দোলন ও হিরোশিমা নাগাসাকি দিবস উদযাপন করা হচ্ছে৷ অনুষ্ঠানটি উদ্বোধন করবেন রাজ্যসভার সাংসদ শ্রীমতি দোলা সেন এবং সভাপতিত্ব করবেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান৷ এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছেন মুম্বাই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এ কর্মরত বিখ্যাত বিজ্ঞানী শ্রীমতি পৌলোমী মুখার্জি। তিনি আলোচনা করবেন পরমাণু শক্তি কে কাজে লাগিয়ে একের পর এক দেশ নিজেদেরকে শক্তিধর দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছে কিন্তু এর প্রয়োগও ব্যবহার যদি মানবকল্যাণে না হয় তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। ডেকে আনে মানবকুলের বিনাশ। হিরোশিমা নাগাসাকি তার জ্বলন্ত উদাহরণ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গুজরাটের কর্ণাবতী বিশ্ববিদ্যালয়ের কর্মরত অধ্যাপক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্মরণ করবেন বিয়াল্লিশের বাংলার কিছু ফেলে আসা স্মৃতি। ইতিহাসের পাতা থেকে তুলে আনবেন বিয়াল্লিশের বাংলার চিত্র। যাতে আমরা খুঁজে পেতে পারি আমাদের আগামীদিনের দায়িত্ব কর্তব্য।

Related Articles

Back to top button
error: