HighlightNewsদেশ

‘কেন সব চোরের উপাধি মোদী…’ বিবৃতি সম্পর্কিত মানহানির মামলায় রাহুল গান্ধীকে ২ বছরের শাস্তি: জামিন পেলেন সুরাট আদালতে

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার সুরাট আদালত রাহুল গান্ধীকে ‘কেন সব চোরের উপাধি মোদী…’ বিবৃতি সম্পর্কিত একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছে। এই সিদ্ধান্তের ২৭ মিনিট পর তাঁকে ২ বছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানাও করে আদালত। কিছুক্ষণ পর একই আদালত তাঁকে ৩০ দিনের জামিনও দেয়। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। আদালতে রাহুল তাঁর পক্ষ পেশ করেন। তাঁর আইনজীবীর কথায়, ‘রাহুল বলেছেন, বক্তব্য দেওয়ার সময় আমার উদ্দেশ্য ভুল ছিল না। আমি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছি।’

অন্যদিকে, বিধায়ক এবং আবেদনকারী পূর্ণেশ মোদী এবং তাঁর সমর্থকরা আদালতের বাইরে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। শাস্তি ঘোষণার পর রাহুল বলেন, সত্যই আমার ঈশ্বর। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমার ভাই কখনো ভয় পায়নি, আর কখনো ভয় পাবেও না।

প্রসঙ্গত, গত ৪ বছর ধরে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা চলছিল। গত ১৭ মার্চ এই বিষয়ে সব যুক্তিতর্ক শুনানি শেষে রায় সংরক্ষণ করে আদালত। এদিন বিচারক রাহুলকে দোষী সাব্যস্ত করে জিজ্ঞাসা করেন তিনি কিছু বলতে চান কিনা? এর পরিপ্রেক্ষিতে রাহুলের আইনজীবী বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তবে ইচ্ছাকৃতভাবে কিছু বলেননি। রাহুল যা বলেছেন তাতে কারও ক্ষতি হয়নি, তাই অন্তত কম শাস্তি দেওয়া উচিত।
অন্যদিকে, প্রসিকিউশনের আইনজীবী বলেন, রাহুল গান্ধী একজন সংসদ সদস্য। যারা আইন প্রণয়ন করেন, তাঁরা তা ভাঙলে সমাজে কী বার্তা যাবে, তাই তাঁদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

এদিন আদালত রাহুলকে আইপিসি-এর ৪০০ এবং ৫০০ ধারায় দোষী সাব্যস্ত করে৷ এই ধারায় ২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। রাহুলের আইনজীবী আদালতকে বলেন, পুরো ঘটনায় কেউ আহত হয়নি। এতে কারো কোনো ক্ষতি হয়নি। তাই আমরা কোনো করুণা চাই না। এরপর, আদালত রাহুলকে জামিন দেওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘তিনি জামিন পেয়েছেন। আমরা প্রথম থেকেই জানতাম কারণ ওরা বিচারক পরিবর্তন করার চেষ্টা করছিল। আমরা আইন, বিচার ব্যবস্থায় বিশ্বাস করি এবং আইন অনুযায়ী এর বিরুদ্ধে লড়াই করব।’

অন্যদিকে, রাহুল গান্ধীর মানহানির মামলায় কিরেন রিজিজু বলেন, ‘আমি কিছু বলার আগে আদেশের কপি দেখব। রাহুল গান্ধী যাই বলুক না কেন তা কংগ্রেস দল এবং গোটা দেশকে ভুল ধারণা দেয়। কিছু কংগ্রেস সাংসদ আমাকে বলেছেন, রাহুলের মনোভাবে কংগ্রেস নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ গুজরাটে বিজেপির সভাপতি সিআর পাটিল বলেন, ‘রাহুল যে কোনও জায়গায় কথা বলতে পারেন। গোটা সমাজকে তিনি অপমান করেছেন। এতে মোদী সম্প্রদায় ক্ষুব্ধ হয়। এই কারণে আজ আদালতও তাঁকে দোষী ঘোষণা করেছে। রাহুল গান্ধী যে বাজে কথা বলেন। তা বন্ধ করুন।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘অ-বিজেপি নেতা ও দলগুলিকে মামলা দিয়ে শেষ করার ষড়যন্ত্র চলছে। কংগ্রেসের সঙ্গে আমাদের মতভেদ আছে কিন্তু, রাহুল গান্ধীকে এভাবে মানহানির মামলায় জড়ানো ঠিক নয়। প্রশ্ন করা জনগণ ও বিরোধী দলের কাজ। আমরা আদালতকে সম্মান করি, কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রায়পুরে বলেন, ‘মিডিয়াকেও চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওরা বিচার বিভাগকে প্রভাবিত করছে এবং এই পর্যায়ে গিয়ে রাজনৈতিক দলের লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’

Related Articles

Back to top button
error: