নিয়োগ দুর্নীতি বন্ধে সরকারের অক্ষমতা স্বীকার করলেন মন্ত্রী!

টিডিএন বাংলা ডেস্ক: রাজ‍্য জুড়ে নিয়োগ দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে সরকারের অক্ষমতা স্বীকার করে নিলেন তৃণমূল সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিক! সারা রাজ্য জুড়ে বিভিন্ন বিভাগে শিক্ষাক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে ব‍্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি অন‍্যান‍্য সরকারি দপ্তরেও দুর্নীতির অভিযোগ উঠছে। এমতাবস্থায় ড‍্যামেজ কন্ট্রোল করতে এবং মানুষের ক্ষোভ কমাতে মাঠে নেমেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

এদিন উত্তর ২৪ পরগণার বনগাঁয় একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “একটা চক্র এই দুর্নীতি করেছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির চক্রটাকে ধরতে পারিনি। এটা আমাদের অক্ষমতা।” তবে একইসঙ্গে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “এখন আমরা চক্রটাকে শনাক্ত করতে পেরেছি। এ বারের টেট পরীক্ষা ব্রাত্য বসুর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা দেশে উদাহরণ হিসাবে দাড়িয়েছে। কেউ আঙুল তুলতে পারেননি।”

যদিও দলের কর্মী-সমর্থকদের চাকরি দেওয়াকে তিনি দুর্নীতি বলে মনে করেন না। তার কথায় , “দলের লোককে চাকরি দিলাম কিন্তু তার বিনিময়ে টাকা নিলাম না, এটা অনিয়ম। দুর্নীতি আর অনিয়মের দুটোর মধ্যে পার্থক্য আছে।”