অফিস টাইমে হাওড়া শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন প্রায় দুশোটি লোকাল ট্রেন চালাবে রেল; নবান্নে বৈঠকের পর সিদ্ধান্ত

টিডিএন বাংলা ডেস্ক: অফিস যাত্রীদের জন্য হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের প্রতিদিন আপাতত প্রায় দুশোটি ট্রেন চালাবে রেল। বুধবার নবান্নে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল। তবে অফিস টাইম বাদে অন্য সময় কতগুলো ট্রেন চলবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি রেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে প্রতিদিন কতজন মানুষ শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের মাধ্যমে কলকাতে আসেন সেই পরিসংখ্যানের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ট্রেন চালু হলেও আগের মত এর বেশিরভাগ ট্রেন সব স্টেশনে দাঁড়াবেনা। অধিকাংশ ট্রেন গ্যালোপিং হবে।লকদনের আগে অফিস টাইমে কোন স্টেশনে কত ভিড় হত তার একটি সম্ভাব্য হিসেবের ভিত্তিতে নতুন ট্রেনের তালিকা তৈরি করা হতে পারে। সেক্ষেত্রে অন্যান্য স্টেশনের যাত্রীরা আগের মতোই সমস্যার মুখে পড়তে পারেন। তবে এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি রেল কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার চূড়ান্ত বৈঠকের পর জানা যাবে হাওড়া শিয়ালদহ ডিভিশনের ট্রেনের নতুন টাইম টেবিল।