HighlightNewsদেশ

অর্ণব গোস্বামীর গ্রেফতারির পর মুম্বই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া; টুইটারের নতুন ট্রেন্ড #ওয়েল ডান মুম্বই পুলিশ

দেবিকা মজুমদার,টিডিএন বাংলা: একদিকে যখন বিজেপির প্রায় সমস্ত শীর্ষ নেতারাই অর্ণব গোস্বামীর গ্রেফতারির জন্য কংগ্রেস এবং তার সহযোগী দলগুলির বিরুদ্ধে দোষারোপ করছে তখন মুম্বই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোস্যাল মিডিয়া। হ্যাশট্যাগ ওয়েল ডান মুম্বই পুলিশ লিখে একের ওপর এক টুইট করা হচ্ছে টুইটারে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারে ১৩,৭০০ টুইট হয়েছে মুম্বই পুলিশের প্রশংসায়।

একদিকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মত বিজেপির শীর্ষ নেতৃত্বরা যাঁরা সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারির জন্য পাল্টা কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী দলগুলির বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধ করার প্রচেষ্টার অভিযোগ করেছেন।

https://twitter.com/AmitShah/status/1323863582027603970?s=20
https://twitter.com/JPNadda/status/1323856726156718080?s=20

বিজেপির এই শীর্ষ নেতৃত্বদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ এমনও আছেন যারা অর্ণব গোস্বামীর অনুরাগী, তাঁরা মুম্বাই পুলিশের এই গ্রেফতারির পদক্ষেপকে মোটেও ভাল চোখে দেখেননি। বিজেপির মতো তারাও এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। আবার আরেকদিকে রয়েছেন এমন মানুষেরা যারা অর্ণব গোস্বামীর এই গ্রেফতারির জন্য মুম্বাই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একের পর এক হ্যাশট্যাগ দিয়ে লাগাতার টুইট করে চলেছেন তাঁরা। শুধু তাই নয়, নিজেদের টুইটের সাথে বেশ কিছু কৌতুক মিশ্রিত ছবিও পোস্ট করছেন তারা। এই কৌতুক মিশ্রিত ছবি পোস্ট করার বিষয় সব থেকে আগে এগিয়ে রয়েছেন কার্টুনিস্ট সতীশ আচার্য। এ দিনের ঘটনার ভিত্তিতে তার দিনের সর্বসেরা একটি কার্টুন পোস্ট করেছেন তিনি তাঁর ওয়েবসাইটে। মুম্বাই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ কিছু মানুষ সেই কার্টুনটিরও ছবি ট্যাগ করে টুইট করেছেন।

https://twitter.com/RazaSRkhan/status/1323931796816289793?s=20

আবার কেউ কেউ একটি ভিডিও তুলে ধরেছেন যেখানে, আজকের ঘটনার ভিত্তিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্টতই সাংবাদিক অর্ণব গোস্বামীর নাম উল্লেখ করে তাঁকে এভাবে গ্রেফতার করার জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করেছেন এবং ওই ভিডিওর শেষে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির একটি প্রাইম শো’তে যোগী আদিত্যনাথকে উল্লেখ করে বলা একটি মন্তব্য তুলে ধরা হয়েছে যেখানে অর্ণব গোস্বামী বলছেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ধর্মের বিষয়ে কিছু জানেন না। এমনকি অর্ণব এটাও বলেছেন যে আদিত্যনাথ একজন অশিক্ষিত ব্যক্তির যার মানসিক স্থিতাবস্থা আছে কিনা তা জানতে ডাক্তারের কাছে যাওয়া উচিত।

https://twitter.com/Chee_Newz/status/1323945304312279041?s=20

নিজেদের মধ্যে অর্ণব গোস্বামীর অনুরাগী এবং সমালোচকদের দুটি বিভাগ খুব স্পষ্ট ভাবে উঠে এসেছে। যারা অর্ণব গোস্বামী অনুরাগী তাঁদেরকে কটাক্ষ করতেও ছাড়েননি সমালোচকরা। একাধিক টুইট করা হয়েছে অর্ণব গোস্বামীর অনুরাগীদের কটাক্ষ করে।

https://twitter.com/meokhan976/status/1323945262700654592?s=20
https://twitter.com/wtf_kool/status/1323945639240101888?s=20

আবার কেউ কেউ অর্ণব গোস্বামীর অনুরাগীদের কাছে অর্ণব গোস্বামীকে সমর্থন না করে মৃত আবনয় নায়েক, যার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে, তিনি যাতে সুবিচার পান সেই লক্ষ্যে আন্দোলন করার অনুরোধ জানিয়েছেন।

https://twitter.com/niteshthakur9/status/1323934809584906240?s=20

প্রসঙ্গত, ২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার আবনয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যা মামলায় রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে আজ সকালে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। ২০১৮ সালের মে মাসে ৫৫ বছর বয়সি আবনয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক আলিবাগে আত্মহত্যা করেন। আত্মহত্যা করার আগে আবনয় একটি সুসাইড নোট লিখে রেখে গিয়েছিলেন, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে অর্ণব গোস্বামী, ফিরোজ শেইখ এবং নীতিশ সরদা মোট ৫.৪০ কোটি টাকার বকেয়া মিটিয়ে দেননি। যার জন্য তাঁকে অর্থনৈতিক দুরবস্থায় পড়তে হয়েছে। এই ঘটনার পর অর্ণব গোস্বামীর সহ সুইসাইড নোটে উল্লেখ তিনজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলা আলিবাগ থানায় দায়ের করে পুলিশ। যদিও ২০১৯ সালে ওই মামলার কেস ক্লোজ করে দেয় রায়গর পুলিশ। এরপর আবনয় নায়েকের কন্যা আদন্যয়া নায়েক মহারাষ্ট্রের গৃহ মন্ত্রী অনিল দেশমুখের কাছে যান এবং আলিবাগ ধারার বিরুদ্ধে রিপাবলিক টিভির বিরুদ্ধে থাকা বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ার মামলায় তদন্ত না করার অভিযোগ করেন। এই অভিযোগ পেয়ে এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন অনিল দেশমুখ। ওই তদন্তের পরিপ্রেক্ষিতেই এদিন গ্রেফতার করা হয়েছে অর্ণব গোস্বামীকে।

কংকর্ডে ডিজাইনস নামে ইন্টেরিয়র ডিজাইনের ওই কোম্পানির এমডি ছিলেন আবনয় নায়েক। তাঁর মা কুমুদ নায়েক ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের একজন সদস্য ছিলেন। ২০১৮ সালে আবনয় ও তার মায়ের আত্মহত্যার পর আবনয়ের স্ত্রী অক্ষতা অর্ণব গোস্বামী এবং সুইসাইড নোটে উল্লেখ বাকি দুজনের নামে একটি এফআইআর দায়ের করেন। যদিও রিপাবলিক টিভির পক্ষ থেকে সে সময় বকেয়া টাকা মিটিয়ে না দেওয়া সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে, চুক্তি অনুযায়ী ডিজাইনসের বকেয়া সমস্ত টাকা তারা আগেই পরিশোধ করে দিয়েছে। শুধু তাই নয়, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আদতে একটি চক্রান্ত বলে দাবি করা হয় রিপাবলিক টিভি পক্ষ থেকে।

এই ঘটনার পর মুম্বাই পুলিশের প্রশংসায় এবং অর্ণব গোস্বামী সমালোচনায় একাধিক টুইট করেছেন নেটিজেনরা। কেউ কেউ এই অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভির বিরুদ্ধে ব্যঙ্গ করতেও ছাড়েননি।

https://twitter.com/SanabilRaza11/status/1323932483126136832?s=20
https://twitter.com/Indian_M_1990/status/1323947472037662721?s=20
https://twitter.com/ShakerS85600306/status/1323936197987639299?s=20
https://twitter.com/BadassSalmaniia/status/1323929004005494784?s=20
https://twitter.com/Salmansbrigade/status/1323887741789106176?s=20
https://twitter.com/Mdshadab0039/status/1323933340559237121?s=20
https://twitter.com/Ayeshay_khan22/status/1323943590326751233?s=20
https://twitter.com/kanishkdutt9/status/1323955895689048069?s=20

Related Articles

Back to top button
error: