রাজ্য

মোখার প্রভাবে ১৪ মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কাল থেকেই কমবে বাংলার তাপপ্রবাহ, জেলায় জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

টিডিএন বাংলা ডেস্ক: তীব্র দাবদহে হাঁস ফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। তবে আজকের পর থেকে তাপপ্রবাহে আর কষ্ট পেতে হবে না বঙ্গবাসীকে। ঘূর্নীঝড় মোখার প্রভাবে কাল থেকেই বাংলার বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কমে যাবে তাপপ্রবাহ। পাশাপাশি ১৪ মে রবিবার দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা আছে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন। এদিকে ঘূর্নীঝড় মোখায় ক্ষয়ক্ষতির আশংকায় সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে জেলায় জেলায় আগাম পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ঘূর্নীঝড় মোখার আর সরাসরি বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা নেই। তার পরিবর্তে প্রতিবেশী ২ দেশ বাংলাদেশ ও মায়ানমার উপকূলে তাণ্ডব চালাবে মোখা। তবে বাংলায় আঘাত না করলেও উপকূলবর্তী জেলাগুলিতেও তুমুল ঝড়বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সেই উপলক্ষে ইতিমধ্যে আগাম সতর্কতা জারি করা হয়েছে। আরও জানানো হয়েছে, ১৪ মে দুপুরের আগেই বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কায়াকপুরের মধ্যে আছড়ে পড়তে পারে মোখা। ওই সময় মোখার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি।

Related Articles

Back to top button
error: