রাজ্য

কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সিআইএসফের ও ইসিএলের দুই প্রাক্তন কর্তা

টিডিএন বাংলা ডেস্ক: কয়লা পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন সিআইএসফের ও ইসিএলের দুই প্রাক্তন কর্তা। কয়লা পাচারকাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য রাজনীতি। এই মামলার তদন্ত ভার তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। তদন্তে নেমে ইতিমধ্যে অনেক জনকেই গ্রেফতার করেছে সিবিআই। এই কয়লা পাচারকাণ্ডের সঙ্গে অনেক বড় বড় মহারথীরা যুক্ত আছেন বলে সন্দেহ প্রকাশ করে ছিল সিবিআই। কয়লা পাচারকাণ্ডে জড়িত সন্দেহে এবার সেই সিবিআইয়ের হাতেই গ্রেফতার হলেন ইসিএলের প্রাক্তন আধিকারিক সুনীলকুমার ঝাঁ এবং সিআইএসএফের প্রাক্তন ইন্সপেক্টর আনন্দকুমার সিংহ। তাঁদের বিরুদ্ধে প্রধানত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

উল্লেখ্য যে,বৃহস্পতিবার সিবিআই ইসিএলের প্রাক্তন আধিকারিক সুনীলকুমার ঝাঁ এবং সিআইএসএফের প্রাক্তন ইন্সপেক্টর আনন্দকুমার সিংহ এই ২ জনকেই নোটিস পাঠিয়ে আশার জন্য তলব করেছিল । সেখানে পৌঁছানোর পর তাদের দু’জনকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতির অভিযোগ তুলে গ্রেফতার করা হয় তাদের ২ জনকেই।

Related Articles

Back to top button
error: