রাজ্য

নয়া শিক্ষানীতি ও কৃষক বিরোধী আইনের প্রতিবাদে রাজভবন অভিযান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: শিক্ষাবিরোধী শিক্ষানীতি ও কৃষক বিরোধী কৃষি আইনের প্রতিবাদে এবং উত্তরপ্রদেশের হাথরাসের নৃশংসতার প্রতিবাদে শনিবার রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে কয়েক’শ শিক্ষক-শিক্ষিকা রাজভবন অভিযানে অংশ নেন। রাজ্যপাল যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করছেন সে কারণে রাজভবনের সামনেই এই কর্মসূচি পালন করা হলো বলে জানালেন অশোক রুদ্র। তিনি অভিযোগ করে বলেন বিজেপি শাসিত রাজ্য গুলিতে নারীরা সুরক্ষিত নয়। হাথরাসের ঘটনা সেটাই প্রমাণ করে। অশোকবাবু অভিযোগ করে বলেন, যারাই কেন্দ্রীয় সরকারের এইসব ঘটনার প্রতিবাদ করছে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। তপশিলি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন যে তৃণমূল সাংসদ তাকেও হাথরাসে হেনস্তার শিকার হতে হয়েছে। তৃণমূল শিক্ষক-শিক্ষিকারা এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে বলে এ দিন জানান অশোক রুদ্র।

Related Articles

Back to top button
error: