টিডিএন বাংলা ডেস্ক: দুদিন পর ফের হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লির বাসভবন থেকে রওনা হয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। তাদের সঙ্গে কংগ্রেসের একটি প্রতিনিধি দলও রওনা হয়েছে। এদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর রওনা হওয়ার আগেই দিল্লি-নয়ডা ডাইরেক্ট ফ্লাইওয়েতে ভারী মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড বসানো হয়েছে। এমনকি উত্তরপ্রদেশেরগৌতম বৌদ্ধ নগরে সিআরপিসি ১৪৪ ধারা লাগু করা হয়েছে। সীমা সিল করা না হলেও চেক পয়েন্টগুলিতে বেশি মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে নিজের বাসভবন থেকে রওনা হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লি থেকে নয়ডা পৌঁছানোর পরেই তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর পায়ে হেঁটেই হাথরাসের দিকে রওনা হন রাহুল-প্রিয়াঙ্কা। কিছু দূর অগ্রসর হবার পর ফের তাদের বাধা দেয় পুলিশ। এক পুলিশকর্মী রাহুল গান্ধীকে ধাক্কাও দেন। যার জেরে তিনি মাটিতে পড়ে যান। এরপর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়। পুলিশের গাড়ি করে রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হয়।জানা গেছে, গ্রেফতার করার আগে পুলিশের সাথে রাহুল গান্ধীর বচসা হয়।রাহুল গান্ধী জিজ্ঞাসা করেন তাকে কোন ধারায় গ্রেফতার করা হচ্ছে? একা যাওয়া কিভাবে ১৪৪ ধারার উলংঘন করা হয়? এই প্রশ্নের জবাবে পুলিশ কর্মীরা তাকে জানান ধারা ১৮৮-র আওতায় তাকে আটক করা হচ্ছে।