দেশ

রাহুল গান্ধীর হাথরাস যাত্রা রাজনৈতিক স্বার্থের জন্য, ইনসাফের জন্য নয়; অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গেই রাহুল গান্ধীর বারবার সাক্ষাৎ করতে যাওয়ার প্রয়াসকে এবার কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার অভিযোগ রাহুল গান্ধী ধর্ষণ নিয়ে রাজনীতি করছেন।

এদিন একটি সাংবাদিক সম্মেলনে হাথ্রাস নিয়ে স্মৃতি ইরানি কে প্রশ্ন করা হলে তিনি বলেন,তিনি সাধারণত মহিলা আয়োগের কাজে সাংবিধানিকভাবে কোন হস্তক্ষেপ করেন না। তবে মহিলা আয়োগের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে প্রথম দিন থেকেই তারা জেলা প্রশাসন এবং রাজ্যের সরকারের সাথে যোগাযোগ রেখে তারা এই বিষয়টির দিকে নজর রেখেছে যাতে নির্যাতিতা ন্যায় পান।

তিনি আরো বলেন,” আমি নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং দেখেছি যে মুখ্যমন্ত্রী এসআইটির গঠন করেছেন। আমি জানতে পেরেছি যে গতকালই ওই জেলার এসপির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি মনে করি এসআইটির রিপোর্ট আসার পর আধিকারিক স্তরে যোগীজিওই সমস্ত লোকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন যারা হস্তক্ষেপ করেছেন অথবা যাদের জন্য নির্যাতিতা সম্পূর্ণ নেয় না পান এমন ষড়যন্ত্র করা হয়েছে।”

এরপর রাহুল গান্ধীর বারংবার হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার প্রচেষ্টাকে কটাক্ষ স্মৃতি ইরানি বলেন,”আমি মনে করি, একটি স্বতন্ত্র দেশে, স্বতন্ত্র জনগণ, কংগ্রেসের রাজনীতি খুব ভালোভাবে বুঝতে পেরেছে, তাই কেন্দ্র সরকার ২০১৯ সালে ঐতিহাসিক জয়লাভ করেছে। কোন রাজনৈতিক দল বা কোন রাজনীতি যদি কোন বিষয়ের ওপর রাজনীতি করতে চান,তাহলে একটি গণতান্ত্রিক দেশে আমি সেই নেতাকে থামাতে পারিনা, কিন্তু জনগণ এটা জানে যে ওনাদের হাথরাসের উদ্দেশ্যে যাত্রা ওনাদের রাজনীতির জন্য, ইনসাফের জন্য নয়।”

Related Articles

Back to top button
error: