দেশ

৩৫ জনের প্রতিনিধি দল নিয়ে হাথরাসের উদ্দেশ্যে যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা; উত্তর প্রদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী

টিডিএন বাংলা ডেস্ক: দুদিন পর ফের হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লির বাসভবন থেকে রওনা হয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। তাদের সঙ্গে কংগ্রেসের একটি প্রতিনিধি দলও রওনা হয়েছে। এই প্রতিনিধি দলে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, গুলাম নবি আজাদ, কেসি ভেনুগোপাল, রানবির সিং সূর্যেওয়ালা সহ ৩৫ জন সাংসদ।

এদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর রওনা হওয়ার আগেই দিল্লি-নয়ডা ডাইরেক্ট ফ্লাইওয়েতে ভারী মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড বসানো হয়েছে। এমনকি উত্তরপ্রদেশেরগৌতম বৌদ্ধ নগরে সিআরপিসি ১৪৪ ধারা লাগু করা হয়েছে। সীমা সিল করা না হলেও চেক পয়েন্টগুলিতে বেশি মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Back to top button
error: