দেশ

হাথরাসের নির্যাতিতার সঙ্গে ধর্ষণ হয়নি; বিতর্কিত মন্তব্য বিজেপির বড়িষ্ঠ নেতা বিনয় কাটিয়ারের

টিডিএন বাংলা ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির বড়িষ্ঠ নেতা বিনয় কাঠিয়ার। উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার সঙ্গে ধর্ষণ হয়নি। তার মৃত্যু হয়েছিল মেরুদন্ডের হাড় ভেঙে যাওয়ার জন্য। চাঞ্চল্যকর দাবি বিনয় কাটিয়ারের। শুধু তাই নয়, আর বক্তব্য অনুযায়ী উত্তরপ্রদেশের পরিস্থিতি ঠিক নয় একথা ভুল। তিনি বলেন, যোগী আদিত্যনাথের রাজত্বে কোন সমস্যা হতেই পারে না।

বিনয় কাটিয়ার বলেন, হাথরাসে যুবতীর সাথে কোনরকম দুরাচার হয়নি। এই সবকিছু ভুলভাল কথা। হাথরাসের নির্যাতিতার মৃত্যু মেরুদন্ডের হাড় ভাঙ্গার জন্য হয়েছে। শুধু তাই নয় ঘটনায় যোগী সরকারের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, এই মামলায় যোগী সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী দু তিন জন অফিসারকে সাসপেন্ডও করেছেন।

এর পাশাপাশি বাবরি মসজিদ প্রসঙ্গে কাটিয়ার বলেন, বিতর্কিত স্থানে বাবরি নামে কোন কিছু ছিলই না। ওটা একটা জীর্ণশীর্ণ কাঠামো ছিল মাত্র যা ভেঙে পড়ে গেছে। এখন এই বিষয়ে আর কথা বলে কোন লাভ নেই। তিনি বলেন এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত এসে গেছে যা শাশ্বত সত্য। প্রসঙ্গত বিনয় কাঠিয়ার সিবিআইয়ের বিশেষ আদালতের রায়দানের পর অযোধ্যার বিখ্যাত হনুমানগড়িতে দর্শন করতে যান। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং অযোধ্যার পর এবার কাশি এবং মথুরার দিকে অগ্রসর হবার সংকেতও দেন।

Related Articles

Back to top button
error: