“বাবরি নামে কোন কিছু ছিলই না”; বিতর্কিত মন্তব্য বিজেপির বরিষ্ঠ নেতা বিনয় কাটিয়ারের
টিডিএন বাংলা ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বলিষ্ঠ নেতা বিনয় কাটিয়ার। বাবরি মসজিদ প্রসঙ্গে কাটিয়ার বলেন, বিতর্কিত স্থানে বাবরি নামে কোন কিছু ছিলই না। ওটা একটা জীর্ণশীর্ণ কাঠামো ছিল মাত্র যা ভেঙে পড়ে গেছে। এখন এই বিষয়ে আর কথা বলে কোন লাভ নেই। তিনি বলেন এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত এসে গেছে যা শাশ্বত সত্য। প্রসঙ্গত বিনয় কাঠিয়ার সিবিআইয়ের বিশেষ আদালতের রায়দানের পর অযোধ্যার বিখ্যাত হনুমানগড়িতে দর্শন করতে যান। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং অযোধ্যার পর এবার কাশি এবং মথুরার দিকে অগ্রসর হবার সংকেতও দেন।
এর পাশাপাশি, হাথরাস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিনয় কাটিয়ার বলেন, উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার সঙ্গে ধর্ষণ হয়নি। তার মৃত্যু হয়েছিল মেরুদন্ডের হাড় ভেঙে যাওয়ার জন্য। চাঞ্চল্যকর দাবি বিনয় কাটিয়ারের। শুধু তাই নয়, আর বক্তব্য অনুযায়ী উত্তরপ্রদেশের পরিস্থিতি ঠিক নয় একথা ভুল। তিনি বলেন, যোগী আদিত্যনাথের রাজত্বে কোন সমস্যা হতেই পারে না।