নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: কেন্দ্রের নয়া কৃষি আইন ও হাথরাস কাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদে ধিক্কার মিছিল করলো তৃণমূল কংগ্রেস। শনিবার মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুরে বিশালাকারের মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। এদিন কেন্দ্র সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে পথে নামেন মন্ত্রী জাকির হোসেন। শনিবার রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের নেতৃত্বে জঙ্গিপুরে বিশাল মিছিলে পা মেলান হাজার হাজার মহিলা, কৃষক ও সাধারণ মানুষ। ম্যাকেন্জি পার্ক থেকে মিছিল গোটা শহর পরিক্রমা করে। এদিন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আওয়াজের পাশাপাশি উত্তরপ্রদেশের হাতরাস কান্ড নিয়েও সরব হন সাধারণ মানুষ। মিছিলে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সাংসদ আবুতাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রঘুনাথগঞ্জ ব্লক সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অবিলম্বে কৃষি আইন বাতিল করার পাশাপাশি হাতরাস কান্ডে সুবিচারের দাবি জানান তৃণমূল নেতারা।