টিডিএন বাংলা ডেস্ক: শেষ পর্যন্ত নয়না পুলিশের কাছ থেকে অনুমতি মিলল যোগীর রাজ্যে প্রবেশের। দীর্ঘক্ষন অপেক্ষার পর অবশেষে হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে অগ্রসর হলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তবে তাদের সঙ্গে আসা ৩৫ জনের প্রতিনিধি দলকে আসার অনুমতি দেওয়া হয়নি। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আরও তিনজন সংসদ হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে একই গাড়িতে হাথরাসের দিকে রওনা হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

এদিন, অসংখ্য কংগ্রেস সমর্থকদের নিয়ে হাথরাসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের ৩৫ জন সাংসদের একটি প্রতিনিধি দল। যদিও তারা রওনা হওয়ার আগেই দিল্লি-নয়ডা ডাইরেক্ট ফ্লাইওয়েতে ভারী মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়। ব্যারিকেড বসানো হয়। তিন সারিতে পুলিশের লম্বা অভেদ্য দুর্গ তৈরি করা হয়। যার প্রথম সারিতে পরস্পর পরস্পরের হাতের লাঠি ধরে দাঁড়িয়ে ছিলেন মহিলা পুলিশকর্মীরা। এমনকি, উত্তরপ্রদেশেরগৌতম বৌদ্ধ নগরে সিআরপিসি ১৪৪ ধারা লাগু করা হয়। সীমা সিল করা না হলেও চেক পয়েন্টগুলিতে বেশি মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়। তবে এদিন বহুক্ষণ অপেক্ষা করার এবং বাক-বিতণ্ডার পর শেষ পর্যন্ত নয়ডা পুলিশ পাঁচজনকে হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার অনুমতি দেয়।

এর আগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে নিজের বাসভবন থেকে রওনা হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লি থেকে নয়ডা পৌঁছানোর পরেই তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর পায়ে হেঁটেই হাথরাসের দিকে রওনা হন রাহুল-প্রিয়াঙ্কা। কিছু দূর অগ্রসর হবার পর ফের তাদের বাধা দেয় পুলিশ। এক পুলিশকর্মী রাহুল গান্ধীকে ধাক্কাও দেন। যার জেরে তিনি মাটিতে পড়ে যান। এরপর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়। পুলিশের গাড়ি করে রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হয়।জানা গেছে, গ্রেফতার করার আগে পুলিশের সাথে রাহুল গান্ধীর বচসা হয়।রাহুল গান্ধী জিজ্ঞাসা করেন তাকে কোন ধারায় গ্রেফতার করা হচ্ছে? একা যাওয়া কিভাবে ১৪৪ ধারার উলংঘন করা হয়? এই প্রশ্নের জবাবে পুলিশ কর্মীরা তাকে জানান ধারা ১৮৮-র আওতায় তাকে আটক করা হচ্ছে।