দেশ

অবশেষে নির্যাতিতার চিতাভষ্ম থেকে অস্থি সংগ্রহ করলো পরিবার

টিডিএন বাংলা ডেস্ক: তিনদিন পর শেষ পর্যন্ত নির্যাতিতার চিতাভস্ম থেকে অস্থি সংগ্রহ করলো পরিবারের সদস্যরা। নিজের হাতে মেয়ের অস্থি সংগ্রহ করলেন মা। ভরলেন অস্থি কলসে। শুধু রয়ে গেল একটাই আক্ষেপ। শেষ সময় মেয়ের মুখ পর্যন্ত দেখতে পেলেননা মা। পরিবারের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, পরিবারের বিনা অনুমতিতে অন্তিম সৎকার করেছিল পুলিশ। শত চেষ্টা করেও মেয়ের শেষ ইচ্ছের মর্যাদাটুকু রাখতে পারেননি মা। শেষবারের মতো মেয়ের গায়ে ছোঁয়াতে পারেননি হলুদ। তবে নির্যাতিতার ভাইয়ের পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন, যার অস্থি তারা আজ সংগ্রহ করছেন তা কি সত্যিই তাদের বোনের? কারণ তাদের সম্পূর্ণ অনুপস্থিতিতে দাহ করা হয়েছে এই দেহ। মৃত ব্যক্তি কি সত্যি তাদের বোন? এমন প্রশ্ন করতেই শোনা যায় এদের নির্যাতিতার ভাইদের। ঘরের মেয়েকে কেন দাহ করার অধিকারটুকু দিলোনা যোগী প্রশাসন তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার মা।

Related Articles

Back to top button
error: