রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর আগে হাথরাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর প্রদেশ পুলিশের ডিজি ও সচিব
টিডিএন বাংলা ডেস্ক: রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার আগেই নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর প্রদেশে পুলিশের ডিজি হিতেশ অবস্তি এবং রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব অবিনাশ অবস্তি। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর ডিজিপি হিতেশ অবস্তি বলেন,”আমরা বুঝতে চাইছিলাম যে কেন পরিস্থিতি এভাবে উত্তোলিত হচ্ছে এবং কেন তাদের ক্ষোভের সঠিকভাবে নিরসন করা হচ্ছে না।”
এরপর পরিবারের তরফ যে, আদালতের নিরীক্ষণে তদন্তের দাবি করা হয়েছে সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,”আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং উত্তর প্রদেশে পুলিশের ওপর ভরসা রাখতে বলেছি।”
অপরদিকে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব অবিনাশ অবস্তি বলেন,”আমরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সিট ঘটনার তদন্ত করছে। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হচ্ছে।”
এদিকে এর আগে পরিবারের সদস্যদের তরফ থেকে বারবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রবীন কুমার লক্ষকরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি তাদের বয়ান বদলাবার জন্য হুমকি দিয়েছেন তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছেন এমনকি নির্যাতিতার বাবার ওপর অত্যাচারও করেছেন।পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে যে উত্তর প্রদেশের পুলিশ তাদের মারধর করেছে তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনকি তাদের কারো সাথে দেখা করতে পর্যন্ত দেওয়া হচ্ছিল না। এর আগে গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় হাথরাসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রবীনকুমার লক্ষকর নির্যাতিতার বাবাকে বলছেন,”আজকে অর্ধেক সংবাদমাধ্যম চলে গেছে, আগামীকালের মধ্যে বাকিরাও চলে যাবে। শুধুমাত্র আমরা আপনাদের সঙ্গে থাকব। এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি আপনার বয়ান বদলাবেন কিনা।”