HighlightNewsদেশ

কৃষক আন্দোলনের ভবিষ্যত নিয়ে মমতার সঙ্গে আজ নবান্নে বৈঠক করবেন রাকেশ টিকায়েত

টিডিএন বাংলা ডেস্ক: গত বছর নভেম্বর মাস থেকে দিল্লির সিংঘু বর্ডারে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে চলতে থাকা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সৌজন্যে দেখাতে ভোটের আগে বাংলায় এসে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছিলেন কৃষক নেতারা। এবার রাজ্যে তৃণমূল কংগ্রেস তৃতীয় বার সরকার গঠন করার পর আজ নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কৃষক আন্দোলনের একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে থাকছেন কৃষক আন্দোলনের প্রধান মুখ রাকেশ টিকায়েত ও অপর দুই কৃষক নেতা অনুজ সিংহ এবং যদুবীর সিংহ।

গতকাল সন্ধ্যেবেলায় দিল্লি থেকে কৃষক আন্দোলনের ওই প্রতিনিধি দল কলকাতায় এসে পৌঁছায়। এরপর বড় বাজারের গুরুদুয়ারায় তারা রাত্রিযাপন করেন। সেখান থেকেই আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কৃষক সংগঠনের নেতা পূর্ণেন্দু বসু তাদেরকে সঙ্গে নিয়ে দুপুরে নবান্নে এসে পৌঁছাবেন। এরপর কৃষক আন্দোলনের ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবিতে ২০২০ সালের নভেম্বর মাস থেকে দিল্লির সিংঘু সীমান্তে যে আন্দোলন চলছে, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের এই আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাতে দিল্লির সিংঘু সীমান্তে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়নের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বিধানসভা ভোটের লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিপুল ভোটে ক্ষমতায় আসার পর সেই কৃষক আন্দোলনকে হাতিয়ার করেই জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। সেক্ষেত্রে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনকে পুঁজি করে দেশের কৃষক সমাজের কাছে মোদি বিরোধী এক শক্তিশালী ভাবমূর্তি তৈরি করার লক্ষ্যে বাংলার শাসক দল এগিয়ে চলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button
error: