বাজির আগুনে পুড়ল রামপুরহাটের পুজোমন্ডপ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বীরভূমের রামপুরহাট হাটতলা সর্বজনীন দূর্গাপুজা মন্ডপে অগ্নিকাণ্ড। খবর সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পূজা কমিটির সদস্যরা জানান খুব সম্ভবত রকেট বাজির আগুন পড়ে মন্ডপের ত্রিপলে সেখান থেকে দাউদাউ করে জ্বলতে থাকে পুরো মন্ডপ সহ প্রতিমা। আগামীকাল সকালে প্রতিমা বিসর্জন ছিল বলে জানা যায়। এলাকাটি হাটের মধ্যে সংকীর্ন হওয়ায় দমকলকে আসতে বেগ পেতে হয়,বর্তমানে আগুন নিয়ন্ত্রনে।উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রশান্ত রায় জানান তারা ঠিক করেছেন আগত জগধাত্রী পুজো করবেন তারা।