HighlightNewsদেশ

মোবাইলে সহজে পর্ন দেখা যায় বলেই বাড়ছে ধর্ষণ! মন্তব্য গুজরাটের মন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: বর্তমানে ইন্টারনেট খুবই সহজলভ্য একটি বিষয়। নেটদুনিয়ায় চাইলে এমন কোনও জিনিস নেই যা দেখা যায় না। সেই তালিকায় পর্ন ফিল্মও পরে। খুব সহজেই সামান্য কিছু কিওয়ার্ড সার্চ বক্সে টাইপ করলে সার্চ ইঞ্জিনে একাধিক পর্ন ওয়েবসাইটের অপশন দেখতে পাওয়া যায়। এই পর্ন ফিল্ম দেখেই নাকি দেশে ধর্ষণের মতো অপরাধের হার বাড়ছে। এমনই মত প্রকাশ করেছেন গুজরাটের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গোটা দেশজুড়ে ঘটে চলা আট থেকে আশি সমস্ত বয়সের মহিলাদের ওপর যৌন নির্যাতনের জন্য সমাজের মানসিকতাকেই দায়ী করেছেন গুজরাটের মন্ত্রী। হর্ষ জানিয়েছেন, এখন মোবাইল ফোনের সৌজন্যে পর্ন ভিডিও এবং পর্ন ফিল্ম দেখা অনেক সহজ। ফলে মানুষ এতে আসক্ত হয়ে পড়ছেন। আর এই জন্যই ধর্ষণের হার বাড়ছে।
গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি আরও জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষক পরিচিত, নিকটাত্মীয় বা পরিবারের কোনও সদস্য হন। বিশেষ করে নাবালিকাদের যৌন নির্যাতনের ঘটনায় এটা হয়ে থাকে। মোবাইল ফোনে আসক্ত হওয়ার কারণেই মানুষের অপরাধ প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন সাংভি। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা সমাজের বড় খামতি। তবে এর জন্য শুধুমাত্র পুলিশকে দোষ দেওয়া যায় না। মানুষের মানসিকতা বড় কারণ বলে জানিয়েছেন হর্ষ। একইসঙ্গে গুজরাটকে সেই নিরিখে দেশের সবচেয়ে নিরাপদ রাজ্য বলেও উল্লেখ করেছেন তিনি।

Related Articles

Back to top button
error: