টিডিএন বাংলা ডেস্ক: শীর্ষ আদালতের কাছে অন্তর্বর্তী জামিনের দাবি জানালেন রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত রবিচন্দ্রন। এডিন রবিচন্দ্রন বলেন, পেরারিভালানকে যেভাবে মুক্তি দেওয়া হয়েছিল সেভাবেই তাঁকেও মুক্তি দেওয়া উচিত। পাশাপাশি তাঁকে কারাগার থেকে মুক্তির মামলা শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিতে হবে। প্রসঙ্গত, ১৮মে, সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা মামলার অন্যতম দোষী পেরারিভালানকে খালাস দিয়েছিল।