উত্তরাখণ্ড কংগ্রেসের তিন বরিষ্ঠ নেতা যোগ দিলেন আপ-এ

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার উত্তরাখণ্ড কংগ্রেসের তিন বরিষ্ঠ নেতা দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন। উত্তরাখণ্ড কংগ্রেসের মুখপাত্র রাজেন্দ্র প্রসাদ রাতুরি, রাজ্য মহিলা কংগ্রেসের সহ-সভাপতি কমলেশ রমন এবং দলের সোশ্যাল মিডিয়া উপদেষ্টা কুলদীপ চৌধুরী দিল্লিতে আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন। দল ছাড়ার কারণ জানিয়ে কংগ্রেস নেতারা বলেন, নির্বাচনে পরাজয় হলেও কংগ্রেসে দলাদলি বাড়ছে। এমতাবস্থায় দল থেকে পদত্যাগ করাই ছিল সঠিক সিদ্ধান্ত।